না মিটিতে সাধ মোর নিশি পোহায় (na mitite shadh mor nishi pohay)

না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়॥
            আমার নয়ন ভ'রে
            এখনো শিশির ঝরে
এখনো বাহুর 'পরে বধু ঘুমায়॥
            এখনো কবরী-মূলে
            কুসুম পড়েনি ঢুলে
এখনো পড়েনি খুলে মালা খোঁপায়॥
             নিভায়ে আমার বাতি
            পোহালো সবার রাতি
(আমি) নিশি জেগে' মালা গাথি প্রাতে শুকায়॥
জীবন প্রভাতে এ লো বিদায় বেলা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৬'  (অক্টোবর-নভেম্বর ১৯২৯) সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: চোখের চাতক
    • প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৯)। গান ৩৪। ভৈরবী- কাওয়ালি]
    • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩৪। ভৈরবী- কাওয়ালি। পৃষ্ঠা: ২১৭-২১৮]
       
  • পত্রিকা: সওগাত [কার্তিক ১৩৩৬ (অক্টোবর-নভেম্বর ১৯২৯)]
  • রেকর্ড:  এইচএমভি [এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮-বৈশাখ ১৩৪০)]। এন ৪১৮৮। শিল্পী: গোপাল সেন। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] গোপাল সেন-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ১৫ সংখ্যক গান। [নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।