নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া (nishi bhor holo jagiya)

নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া॥
        ভুলি’ বুলবুলি-সোহাগে
        কত গুল্‌বদনী জাগে
রাতি গুল্‌সনে যাপিয়া, পরান-পিয়া॥
        জেগে রয়, জাগার সাথী
        দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল-শয়ন পাতিয়া, পরান-পিয়া॥
        গেয়ে গান চেয়ে কাহারে
        জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান-পিয়া॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কের সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। গানটি প্রগতি পত্রিকার 'চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ১০ মাস।
     
  • পত্রিকা: প্রগতি। চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ (মার্চ-এপ্রিল ১৯২৮)
  • বেতার: জিপসীদের সঙ্গে (সঙ্গীতানুষ্ঠান)। কলকাতা বেতার কেন্দ্র। ২রা মার্চ ১৯৪০ খ্রিষ্টাব্দের  (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান: ৭.০৫-৭.৪৪ মিনিট
    • সূত্র: বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা ২৪৯]
       
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ (নভেম্বর ১৯২৮)। গান ১৫। ভৈরবী-কাহারবা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ১৫।  ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ১৬২-৬৩]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ: সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। ভৈরবী-কাহারবা। গজল। ১৮। পৃষ্ঠা: ৭৭
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা।  ৬৩। গজল। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ২১৪]
  • রেকর্ড:
    • এইচএমভি। জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)। পি ১১৭৪৭। শিল্পী: আঙ্গুরবালা। সুর। নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
    • টুইন। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১ বঙ্গাব্দ)। এফটি ৩৩৩৫। শিল্পী: আঙুরবালা। সুর: নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।