নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া (nishi bhor holo jagiya)
নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া॥
ভুলি’ বুলবুলি-সোহাগে
কত গুল্বদনী জাগে
রাতি গুল্সনে যাপিয়া, পরান-পিয়া॥
জেগে রয়, জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল-শয়ন পাতিয়া, পরান-পিয়া॥
গেয়ে গান চেয়ে কাহারে
জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান-পিয়া॥
- ভাবসন্ধান: প্রিয়তমার বিরহে রাত্রি অতিবাহিত হয়েছে, তারই বিরহ-বেদনা এবং অভিমান এই গানে ফুটে উঠেছে নানা উপমার চিত্রকল্পে। কবি তাঁর অভিমানে ভরা বেদনার অনুষঙ্গ হিসেবে খুঁজে পেয়েছেন পাপিয়ার 'পিউ কাঁহা' শব্দানুসঙ্গে। স্থায়ীর দুটি পঙ্ক্তিতে এই বিরহ ফুটে উঠেছে বলা-না-বলার ব্যঞ্জনায়।
কবি কল্পনায় বুলবুলির মধুর কণ্ঠের সোহাগে গোলাপ কুমারী যেমন আবেশিত হয়, তেমনি তার অভাবে যেন কেটে যায় বিরহীর বিরহবিধূর রাত্রি। পরান-পিয়ার সোহাগবিহীন বিরহী কবির সাথে রাতের চাঁদ জাগে । মিলনিপিয়াসী কবিও ফুল-শয্যা রচনা করে পরান-পিয়ার প্রতীক্ষা করেকেটে যায় নিদ্রাবিহীন রাত্রি।
কবি বিরহবিধূর গান গেয়ে মিলনের দূরপ্রান্তে জেগে রয়। কবির মনে আক্ষেপ জেগে উঠে। অভিমানের স্বগোক্তি ফুটে তার গানে- এ কোন্ হৃদয়হীনাকে তিনি মন দিয়েছেন। এই অভিমান,আক্ষেপের ভিতর দিয়ে এই গানের পরিসমাপ্তি ঘটে।
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কের সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। গানটি প্রগতি পত্রিকার 'চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ১০ মাস।
- পত্রিকা: প্রগতি। চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ (মার্চ-এপ্রিল ১৯২৮)
- বেতার: জিপসীদের সঙ্গে (সঙ্গীতানুষ্ঠান)। কলকাতা বেতার কেন্দ্র। ২রা মার্চ ১৯৪০ খ্রিষ্টাব্দের (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান: ৭.০৫-৭.৪৪ মিনিট
- সূত্র: বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা ২৪৯]
- সূত্র: বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা ২৪৯]
- গ্রন্থ:
- বুলবুল
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ (নভেম্বর ১৯২৮)। গান ১৫। ভৈরবী-কাহারবা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ১৫। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ১৬২-৬৩]
- নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ: সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। ভৈরবী-কাহারবা। গজল। ১৮। পৃষ্ঠা: ৭৭
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা। ৬৩। গজল। ভৈরবী-কাহারবা। পৃষ্ঠা: ২১৪]
- বুলবুল
- রেকর্ড:
- এইচএমভি। জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)। পি ১১৭৪৭। শিল্পী: আঙ্গুরবালা। সুর। নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
- টুইন। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১ বঙ্গাব্দ)। এফটি ৩৩৩৫। শিল্পী: আঙুরবালা। সুর: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- এস.এম. আহসান মুর্শেদ । নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৫শ খণ্ড) [একুশে বই মেলা ২০১৩। নজরুল ইন্সটিটিউট, ঢাকা] [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: