আজ ভারত-ভাগ্য-বিধাতার বুকে গুরু-লাঞ্ছনা (aj bharot bhaggo-bidhatar buke guru-lanchoa)
'তূয-নিনাদ'
কোরাস্: (আজ) ভারত-ভাগ্য-বিধাতার বুকে গুরু-লাঞ্ছনা-পাষাণ-ভার,
আর্ত-নিনাদে হাঁকিছে নকীব, -কে করে মুশকিল্ আসান তার?
মন্দির আজি বন্দীর ঘানি,
নির্জিত ভীত সত্য, বন্ধ রুদ্ধ স্বাধীন আত্মার বাণী,
সন্ধি-মহলে ফন্দীর ফাঁদ, গভীর আন্ধি-অন্ধকার!
হাঁকিছে নকীব, - হে মহারুদ্র, চূর্ণ কর এ ভণ্ডাগার॥
রক্ত-মদের বিষপান করি'
আর্তমানব; স্রষ্টা কাতর সৃষ্টির তাঁর নির্বাণ স্মরি'!
ক্রন্দন-ঘন বিশ্বে স্বনিছে প্রলয়-ঘটার হুহুঙ্কার,-
হাঁকিছে নকীব, - অভয়-দেবতা, এ মহাপাথার করহ পার॥
কোলাহল-ঘাঁটা হলাহল-রাশি
কে নীলকণ্ঠ গ্রাসিবে রে আজ দেবতার মাঝে দেবতা সে আসি?
উরিবে কখন ইন্দিরা, ক্রোড়ে শান্তির ঝারি সুধার ভাঁড়?
হাঁকিছে নকীব, - আন ব্যথা-ক্লেশ-মন্থন-ধন অমৃত-ধার॥
কণ্ঠ-ক্লিষ্ট ক্রন্দন-ঘাতে
অমৃত-অধিপ নর-নারায়ণ দারুময় ঘন মনো-বেদনাতে।
দশভুজে গলে শৃঙ্খল-ভার দশপ্রহরণ ধারিণী মা'র-
হাঁকিছে নকীব, - 'আবিরাবির্ম এধি' হে নব যুগাবতার!
মৃত্যু-আহত মৃত্যুঞ্জয়,
কে শোনাবে তাঁরে চেতন-মন্ত্র? কে গাহিবে জয় জীবনের জয়?
নয়নের নীরে কে ডুবাবে বল বল-দর্পীর অহঙ্কার?-
হাঁকিছে নকীব, - সেদিন বিশ্বে খুলিবে আরেক তোরণ দ্বার॥
- রচনাকাল ও স্থান: এই গানটির রচনাকাল এবং স্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মাসিক বসুমতী পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে। সম্ভবত সম্পাদকের অনুরোধে এই গানটি বসুমতীকে দিয়েছিলেন এবং হয়তো গানটি রচনা করেছিলেন ১৩২৮ বঙ্গাব্দের চৈত্র মাসের কোনো এক সময়। গানটি প্রকাশিত হয়েছিল 'তূর্য-নিনাদ' শিরোনামে। এই সময় নজরুলের বয়স ছিল ২২ বৎসর ১০ মাস।
- পত্রিকা: বসুমতী পত্রিকা বৈশাখ ১৩২৯ (এপ্রিল-মে ১৯২২) সংখ্যায়। [পৃষ্ঠা: ১১০] শিরোনাম: তূর্য-নিনাদ [নমুনা]
- গ্রন্থ:
- বিষের বাঁশী। প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম: তূর্য-নিনাদ]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ৩০০১।