পউষ এলো গো (poush elo go)
পউষ এলো গো!
পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
ঐ যে এলো গো-
কুজঝটিকার ঘোম্টা-পরা দিগন্তরে দাঁড়ায়ে॥
সে এলো আর পাতায় পাতায় হায়
বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়,
অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায়
পথ-চাওয়া দীপ সন্ধ্যা-তারায় হারায়ে॥
পউষ এলো গো-
এক বছরের শ্রান্তি পথের, কালের আয়ু-ক্ষয়,
পাকা ধানের বিদায়-ঋতু, নতুন আসার ভয়।
পউষ এলো গো! পউষ এলো-
শুক্নো নিশাস্, কাঁদন-ভারাতুর
বিদায়-ক্ষণের (আ-হা) ভাঙা গলার সুর-
ওঠে পথিক! যাবে অনেক দূর
কালো চোখের করুণ চাওয়া ছাড়ায়ে॥
- ভাবসন্ধান: বৎসর অতিক্রম করে প্রকৃতিতে শীতের প্রথম মাস পৌষ এসেছে। মূলত পৌষের আগমনী গানের মধ্য দিয়ে শীতের আগমনী বার্তাই এই গান উপস্থাপিত হয়েছে।
প্রকৃতিতে শীতের আগমনে সকল সজীবতা হারিয়ে যায়, ঋতুচক্রে পৌষের হাত ধরে শীত আসে সজীব প্রকৃতিকে বিদায় জানিয়ে বিষণ্ণ সকরুণ হয়ে। তাই এই গানটি পৌষের আগমনী গান হয়েও যেন অনাকাক্ষিত ভাবে উপস্থাপিত হয়েছ।
যেন বহু প্রতীক্ষার অশ্রু-শীতল-সাগর পেরিয়ে শীতের দিগন্তে পৌষ এসেছে কুয়াশার ঘোমাট পরা দিগবধূর বেশে। তার আগমনে গাছের পাতা ঝরানো হাহাকার ধ্বনি ওঠে বনবনান্তে। অস্ত-দিগন্তের দিকবধূ মলিন চোখে চায়, তার পথ-চাওয়া আশাহীন করুণ দীপ যেন সন্ধ্যাতারার বিদায় লগনের সাথে মিশে যায়।
হেমন্তের মাঠের পাকা ধানের ক্ষেতকে বিদায় জানিয়ে- পথের ক্লান্তিতে কালের আয়ু ক্ষয় করে, পৌষ আসে বৎসরান্তে। পৌষ আসে বলেই বাতাসে ভাসে শুকনো নিশ্বাস। তার ভাঙা কণ্ঠের সুরে বিদায় ক্ষণের কাঁদনে প্রকৃতি ভারাতুর হয়ে ওঠে। জীবন-চলার পথের আশাহীন পথিক যেন সব ছেড়ে অনেক দূরে যাবে বলে বিদায় নেয়। তার দৃষ্টিতে ভাসে বিদায়ী কালো চোখের করুণ চাওয়ার বেদনা। - রচনাকাল ও স্থান: গানটির সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ ছিল না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'মাঘ ১৩২৯ বঙ্গাব্দ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২৩)' সংখ্যায়। এই সময় নজরুল প্রেসিডেন্সি জেলে ছিলেন। এই সময় তাঁর বয়স ছিল ২৩ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- দোলন চাঁপা
- নজরুল গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। বাউল-লোফা। ৫ পৃষ্ঠা ৯৯-১০৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৮৫। বাউল-লোফা। পৃষ্ঠা: ২৩১-২৩২।
- পত্রিকা: প্রবাসী [মাঘ ১৩২৯ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২৩)। শিরোনাম: 'পউষ'। পৃষ্ঠা ৫৩০] [নমুনা ]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রকৃতি, শীত, বিষণ্ণ