পথিক ওগো চলতে পথে (pothik ogo cholte pothe)
পথিক ওগো চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ঐ দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমের গভীর রেখা॥
এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে,
কে জানে ভাই কখন কে সে
চলব আবার পথটি একা॥
এই যে মোদের একটু চেনার
আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন হাওয়ায় মদির ছোঁওয়া
পুবের হাওয়ার কাঁপন লাগে।
হয়তো মোদের শেষ দেখা এই
এমনি করে পথের বাঁকেই,
রইল স্মৃতি চারটি আঁখেই
চেনার বেদন নিবিড় লেখা॥
- রচনাকাল: 'সিন্ধু-হিন্দোল' কাব্যে গানটির রচনাকাল উল্লেখ আছে- 'বরিশাল আশ্বিন ১৩২৭'। উল্লেখ্য অক্টোবরের মাসে দুর্গাপূজা উপলক্ষে নবযুগ পত্রিকার ছুটি হয়। নজরুল এই অবসরে ফজলুল হকের ভাগ্নেয় বরিশালে ওয়াজির আলী ও ইউসুফ আলীর বাড়ি বেড়াতে যান। এই সময় অর্থাৎ ১৯২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসের ১ বা ২ তারিখে এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- সিন্ধু-হিন্দোল।
- প্রথম সংস্করণ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই ১৯২৭। শিরোনাম: পথের স্মৃতি
- নজরুল-রচনাবলী, তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। সিন্ধু-হিন্দোল। শিরোনাম: পথের স্মৃতি পৃষ্ঠা: ৮৯-৯০।]
- নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ ১৬ ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। খেয়াল। ১১। ছায়ানট-সাদ্রা।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা। ১০৯। খেয়াল। ছায়ানট-সাদ্রা। । পৃষ্ঠা: ২৪৮-২৪৯।
- সিন্ধু-হিন্দোল।
- পত্রিকা
- সুরকার: মোহিনী সেনগুপ্তা
- স্বরলিপিকার: মোহিনী সেনগুপ্তা
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম।