পথে পথে ফের সাথে মোর বাঁশরিওয়ালা। (pothe pothe fer sathe mor bashoriwala)
রাগ: সিন্ধু-কাফি, তাল: কাহারবা
পথে পথে ফের সাথে মোর বাঁশরিওয়ালা।
নওলকিশোর বাঁশরিওয়ালা॥
তোমার নূপুর আমার চরণে
আপনি সাধিয়া পরালে কালা॥
নিভাইয়া মোর ভবন-প্রদীপ
দেখালে নিখিল ভুবনে আলা॥
কুল লাজ মান সকল হরি’
হরি করিলে মোরে ব্রজের বালা॥
- চনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উত্তরা পত্রিকার 'আষাঢ় ১৩৩৭ সংখ্যায় গানটি প্রথম প্রকশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল । ৪। সিন্ধু-কাফি- কাহারবা। পৃষ্ঠা ৬০]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। গজল। ৪৯। সিন্ধু-কাফি- কাহারবা। পৃষ্ঠা: ২০৫]
- নজরুল গীতিকা
- পত্রিকা:
- উত্তরা [আষাঢ় ১৩৩৭ (জুন-জুলাই ১৯৩০)]