আজ যুগের পরে ঘরে ফিরে মায়ের কথা পড়লো মনে (aj juger pore ghore fire maayer kotha porlo mone)

         আজ যুগের পরে ঘরে ফিরে মায়ের কথা পড়লো মনে।
           শূন্য ঘরে মন বসে না গুমরে মরে হিয়ার বনে॥
                    আজো সে ঘর সবাই আছে,
                    মা কেবলই নেই গো কাছে, 

           ঐ দাওয়া আর ঐ কানাচে আজো মায়ের স্বরটি রনে॥
           যত্ন কারুর সইতে নারি, কণ্ঠ ছিঁড়ে কান্না আসে;
           ওষ্ঠ চেপে যায় না রাখা, রূপ যে তোমার চক্ষে ভাসে!
                    পাইনি মাগো সাতটি বরষ
                    একটুকু ক্ষীণ স্নেহের পরশ, 

 (ও মা)  ‘বুনো’ তোমার হ’ল না বশ চল্‌লো ফিরে ফের বিজনে।
           হার্‌লো স্নেহ বাঁধন-হারার বাঁধ্‌তে নিয়ে ডোর-সৃজনে॥

  • রচনাকাল: ১৩২০ খ্রিষ্টাব্দের অক্টোবরের মাসে দুর্গাপূজা উপলক্ষে নবযুগ পত্রিকার ছুটি হয়। এই অবসরে ফজলুল হকের ভাগ্নেয় বরিশালে ওয়াজির আলী ও ইউসুফ আলীর বাড়ি বেড়াতে যান। নজরুল বরিশাল থেকে কলকাতায় ফিরে এসেছিলেন অক্টোবরের মাসে (আশ্বিন ১৩২৭ বঙ্গাব্দ)। বরিশাল থেকে ফিরে সম্ভবত কার্তিক মাসে এই গানটি রচনা করেছিলেন। কারণ গানটি 'নারায়ণ' পত্রিকার 'অগ্রহায়ণ ১৩২৭ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৫ মাস। 
     
  • পত্রিকা: নারায়ণ  [অগ্রহায়ণ ১৩২৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯২০)। শিরোনাম 'গান' (হাবিলদার কাজী নজরুল ইসলাম)। পূরবী-মধ্যমান পৃষ্ঠা: ৮১]  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্মৃতিচারণা (মাতৃস্মরণ)
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: পূরবী
    • তাল: মধ্যমান

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।