পথের দেখা এ নহে গো বন্ধু (pother dekha e nohe go bondhu)

 রাগ: ইমনকল্যাণ, তাল একতাল
পথের দেখা এ নহে গো বন্ধু এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন॥
            নিমেষে নিমেষে নব পরিচয়ে
            হ'লে পরিচিত মোদের হৃদয়ে,
আসনি বিজয়ী-এলে সখা হ'য়ে,হেসে হ’রে নিলে প্রাণ-মন॥
রাজাসনে বসি' হওনি ক' রাজা,রাজা হলে বসি, হৃদয়ে,
তাই আমাদের চেয়ে তুমি বেশী ব্যথা পেলে তব বিদায়ে।
            আমাদের শত ব্যথিত হৃদয়ে
            জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে,
হ'লে পরিজন চির-পরিচয়ে- পুনঃ পাব তার দরশন॥

  • রচনাকাল:' সিন্ধু-হিন্দোল' কাব্যে গানটির রচনাকাল উল্লেখ আছে- 'হুগলি/কার্তিক ১৩৩২। এই সময় নজরুলের  বয়স ছিল ২৬ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • সিন্ধু-হিন্দোল
      • প্রথম সংস্করণ [ জুলাই ১৯২৭  (শ্রাবণ ১৩৩৪) শিরোনাম: বিদায়-স্মরণে। ]
      • নজরুল-রচনাবলী, তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। সিন্ধু-হিন্দোল। শিরোনাম: বিদায়-স্মরণে। পৃষ্ঠা: ৮৮-৮৯।]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [১৬ ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ১৯৩০। ইমনকল্যাণ-একতালা। পৃষ্ঠা ১৩৫]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২।  নজরুল গীতিকা। ১০৮। গজল। ইমনকল্যাণ-একতালা। পৃষ্ঠা: ২৪৮।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।