পরদেশী বঁধু ! ঘুম ভাঙায়ো চুমি' আঁখি (porodeshi bodhu! ghum bhangayo chumi ankhi)

রাগ: মাঢ়, তাল: কাহার্‌বা
পরদেশী বঁধু ! ঘুম ভাঙায়ো চুমি' আঁখি
যদি গো নিশীথ জেগে ঘুমাইয়া থাকি।
আমি ঘুমাইয়া থাকি
ঘুম ভাঙায়ো চুমি' আঁখি॥
যদি দীপ নেভে গো কুটিরে
বাতায়ন-পানে চাহি' যেয়ো না গো ফিরে',
নিভেছে আঁখি শিখা প্রাণ আছে বাকি
আজো প্রাণ আছে বাকি
ঘুম ভাঙায়ো চুমি' আঁখি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চোখের চাতক।
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৯)। গান ৪৪। মাঢ়- কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক।   ৪৪। মাঢ়- কাওয়ালি। পৃষ্ঠা: ২২৩]
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [শ্রাবণ ১৩৩৯ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩২)। স্বরলিপিকার: শৈলেশ দত্তগুপ্ত।
     
  • রেকর্ড:
    • এইচএমভি। [জুন ১৯৩২  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ), এন ৭০০১। শিল্পী মিস্‌ কমলা ঝরিয়া।
    • টুইন [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)]। এফটি ৪০২৮। শিল্পী: কমলা ঝরিয়া।[শ্রবন নমুনা] 
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার: 
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।