পান্‌সে জোছ্‌নাতে কে (panse jochona te ke)

রাগ: পিলু খাম্বাজ মিশ্র, তাল: দাদরা
পান্‌সে জোছ্‌নাতে কে        চল গো পানসি বেয়ে'।
ঢেউ-এর তালে তালে         বাঁশিতে গজল গেয়ে'॥
মেঘের ফাঁকে ফোটে          বাঁকা শশীর চিকন হাসি,
উজান বেয়ে চল                তুমি কি তার চোখে চেয়ে॥
ও-পারে লুকায়ে আঁধার      গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে         আলসে পাহাড় ঘুমায়।
ঘুমায়ে দূরে সে কোন গ্রাম   বাসরে পল্লী-বধূর প্রায়
ছাড়ি' এ সুখ-বাস             চলেছ কোথায় গো নেয়ে॥
নদীর দু'তীরে টানে          বেতস-লতা উত্তরয়ি,
চমকি’ উঠি' চখী             ডাকে মুহু মুহু 'কিও!'
চকোরী চাঁদে ভুলি'          চাহে তব মুখপানে,
কেঁদে পাপিয়া শুধায়,       'পিউ কাঁহা, কাঁহা পিও।'
তুমি যাও আপন-বিভোল   স্বপনে নয়ন ছেয়ে'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। গজল। পিলু-খাম্বাজ মিশ্র-দাদরা।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ১১ সংখ্যক গান। গজল। পিলু-খাম্বাজ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ১৮৩-১৮৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ২১৮৪ সংখ্যক গান। রাগ: পিলু খাম্বাজ মিশ্র, তাল: দাদরা। পৃষ্ঠা: ৬৫৭।
  • পত্রিকা: ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৪০। মে-জুন ১৯৩৩। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপিকার: জগৎ ঘটক। [নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: জগৎ ঘটক। গজল-দাদরা। ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৪০। মে-জুন ১৯৩৩।[নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: গজলাঙ্গ

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।