পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল। (paye bidhechhe kata sojoni dhire chol)
পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল।
ধীরে ধীরে ধীরে চল।
চলিতে ছলকি' যায় ঘটে জল ছল ছল॥
একে পথ আঁকাবাঁকা
তাহে কণ্টক-শাখা
আঁচল ধ'রে টানে, টলে তনু টলমল॥
ভরা যৌবন-তরী,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি বল এ কি হলো॥
পথের বাঁকে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি স'রে যেতে বল
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ২৩ । পাহাড়ি মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ২৩৫-২৩৬]
- সুর-সাকী
- রেকর্ড: টুইন। ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। এফটি ২৩১৬ শিল্পী: মিস্ বীণাপাণি]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৯ সংখ্যক গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: রা
- পর্যায়: