পিউ পিউ বোলে পাপিয়া (piu piu bole papiya)
পিউ পিউ বোলে পাপিয়া
ফাল্গুন উন্মন বন ব্যাপিয়া॥
বিরহিনী মন বিহগী —
ওরি সাথে কাঁদে, একা
ঘরে নিশি জাগিয়া॥
- ভাবসন্ধান: গানটিতে পাওয়া বসন্ত ঋতু এবং প্রেমের সংমিশ্রণে সৃষ্ট একটি খণ্ডচিত্র। এই বিচারে একে প্রকৃতি ও প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত করা যায়।
ক্ল্যামেটর গণের পাখি পাপিয়া। এর কোনো কোনো প্রজাতির প্রজনন কাল ফাল্গুন-চৈত্র মাস অর্থাৎ বসন্তকাল। প্রজননকালে পুরুষ পাখি পিউ-পিউ-পিইউ বলে সুমধুর সুরে ডাকে। বাংলা কাব্য ও সঙ্গীতে তাই সঙ্গিনীহীন এই পাখির ডাককে বিরহকাতার আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। ফাল্গুন মাসে এই বিরহী এই পাখির ডাকে যখন বনবনান্ত ভরে ওঠে, তখন সঙ্গলাভের আশায় প্রেমিকার মনপাখি আকুল হয়ে ওঠে। এই পাখির ডাকের মতই সঙ্গীহীন প্রেমিকার মন বিরহকাতরতায় গোপনে কেঁদে মরে।
মূলত গানটি রচিত হয়েছিল বাহার রাগের বন্দিশ হিসেবে। তাই এই গানের বাণী বাহারের বাহন মাত্র। কাফি ঠাটের এই রাগের প্রকৃতি চঞ্চল। বিরহী পাপিয়া এবং বিরহিণী নায়িকার চিত্তচাঞ্চল্য আর বাহারের চাঞ্চল্য একীভূত হয়েছে এই গানে। খেয়ালের বন্দিশ হলেও খেয়ালের ক্ষুদ্র অবয়বে গানটি পরিবেশিত হয়। এই বিচারে প্রকৃতি, প্রেম ও সুরের বিচারে গানটি পূর্ণ নয়। - রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৮) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- অগ্রন্থিত গান নজরুল-রচনাবলী─একাদশ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১১ই জ্যৈষ্ঠ ১৪১৭। ২৫শে মে ২০১০। ২৯১ সংখ্যক গান। পৃষ্ঠা ১৫৩]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৫। পৃষ্ঠা ৮]
- নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। স্বরলিপিকার: সুধীন দাশ। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১১৯-১২২]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪১ (আশ্বিন-কার্তিক ১৩৪৮)। এন ২৭১৯৩। দীপালি তালুকদার [শ্রবণ নমুনা]
এর জুড়ি গান: কেন গো যোগিনী [তথ্য]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২৫ সংখ্যক গান] [নমুনা]
- পর্যায়: