আজ লাচনের লেগেছে যে গাঁদি গো (aj lachoner legeche je gadi go)

'হোরির হর্বা', তাল : খচ্মচী

আজ লাচনের লেগেছে যে গাঁদি গো আজ লাচনের লেগেছে গাঁদি।
আমার কোমর কাঁকাল ভেঙে গেছে লেচে লেচেও দাদি –
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : হুর্‌র্‌ দাদা, দাদারে দাদা!
তিন দাদা পুত্‌ নাতিন্‌ নাচে দাদারে দাদা!
নাতিন নাচে পুতিন নাচে সতীন নাচে শ্যাওড়া গাছে দাদারে দাদা!
তিন দাদা পুত্‌ নাতিন নাচে॥
বড়্‌কী নাচে ছুট্‌কী নাচে মুট্‌কি নাচে ধাতিন্‌ তিং,
সুট্‌কি নাচে থুপী নাচে নাচে সাথে আহ্লাদী।
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : ও গিজে, মুড়কি ভিজে ! ও গিজে রেল ঠুঁকে দে!
শিরীষের বাগান-ধারে হাত বাড়ালে পয়সা পড়ে!
ওরে আমার ফকিরচাঁদ গাই দুয়াবো বাছুর বাঁধ।
বুড়ী নাচে ভুঁড়ি নাচে নাচে ছোঁড়া ছুঁড়ি গো,
আবার গোদা পায়ে ঘুঙুর বেঁধে নাচিছে খাঁদা খাঁদি।
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : ও গিজে যাস্‌নে ভিজে, ও গিজে ঠান্‌দিদি যে!
সাবাস বেটি বকন-ছা, কলামোচায় ফড়িং খা।
ও গিজে তাল ভটাভট! ও গিজাং ঘিচ্‌তা ঘিচাং ঘিচ্‌তা ঘিচাং!
ও গিজে যাচ্চলে যা বরিশ্যল্যা পাবনা ঢাকা খুলন্যে জেলা!
তেহাই : পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক্‌
যার পাঁঠা তার বাপের গোয়ালে যাক্‌, খাক্‌ কাঁকুড় খাক্‌
তোর ছেলে তোর দাদার ছেলে।
হুল্লোড় ধ্বনি : হুরর্‌, হুরর্‌

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি  (মাঘ-ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে, গানটি প্রথম টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল  
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পল্লি-নৃত্যের গান]
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৯৪। পল্লি-নৃত্যের গান। পৃষ্ঠা ৩৩৯--৩৪০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৫৩। পৃষ্ঠা: ৭১৫-৭১৬]
    • রেকর্ড:
      • টুইন [ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুনর ১৩৩৮)। এফটি ৮৪৮। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।