পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া (piya gechhe kobe porodesh)

পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া,
দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া॥
            পাতারি আড়ালে মুখ ঢাকি'
            মুহুমুহু কুহু ওঠে ডাকি,
বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরান ব্যাপিয়া॥
            'বউ কথা কও' পাখি ডাকে 

            কেন মনে প'ড়ে যায় তাকে,
কথা কও বউ 
 ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া॥

  • ভাবসন্ধান: এটি একটি প্রেম পর্যায়ের বিরহ উপবিভাগের গান। কোন এক প্রোষিতভর্তৃকার প্রবাসী স্বামীর জন্য বিরহে-কাতর হাহাকার প্রকটিত হয়ে উঠেছে এই গানের স্থায়ীতে। পাপিয়ার পিউ কাহা ধ্বনি,  যেন বিরহিণী মনে ‘প্রিয় কোথা’ রূপে প্রতিধ্বনিত  হয়ে মনোলোককে বেদনাবিধূর ক'রে  তোলে। দো্য়েল শ্যামার প্রণয়-শীষ ছাপিয়ে অনুরণিত হয়ে উঠে তাঁর  বিরহিণী মনের হাহাকার।  

    পাতার আড়ালে মুখ লুকিয়ে, প্রণয়ে আহবানে কোকিল মুখরিত হয়, কিন্তু বিরহিণীর কাছে সে প্রণয়-আহবানের মধুর ধ্বনি হয়ে উঠে না। বরং তাঁর বিরহ-কাতরতার মরমবেদনাকে আরও তীব্রতর করে তোলে।
    গভীর রাতে যখন, পাপিয়া-বধূকে প্রণয় আহবানে পাপিয়া বলে- ‘বউ কথা কও’, তখন এই প্রোষিতভর্তৃকার মনে পড়ে যায়, কোন এক দূর অতীতে রাত্রির প্রণয়ঘন মুহুর্তে কথা। এমনি কোনো রাতে তাঁর স্বামী যখন ‘বউ কথা কও’ প্রণয় সম্ভাষণে তাঁকে শিহরিত করতো। পাপিয়ার ‘বউ কথা কও’ কথা ধ্বনি
    একই সাথে প্রোষিতভর্তৃকা এবং শ্রোতার মনে- এই গানের বিরহ-বিধূর শৃঙ্গার-রসের সঞ্চার করে। যা বাণীর বিচারে হয়ে উঠে রসোত্তীর্ণ।

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪১। পাহাড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৪৬]
  • রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)। এন ৭০৮৪। শিল্পী: হরিমতী  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।