পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক (puthir bidhan jak pure tor)

পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক!
(এই) খোদার উপর খোদকারী তোর মানবে না আর সর্বলোক॥
নানান মুনির নানান মত্‌ যে, মানবি বল্‌ সে কার শাসন?
                                    কয়জনার বা রাখবি মন?
একজনকে মানলে করবে আর এক সমাজ নির্বাসন, চারদিকে শৃঙ্খল বাঁধন!
সকল পথের লক্ষ্য যিনি চোখ পুরে নে তাঁর আলোক॥
জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান
                                    প্রাণ-ঘরে সব এক সমান।
বিশ্ব-পিতার সিংহ-আসন প্রাণ বেদীতেই অধিষ্ঠান,
                                    আত্মার আসন তাইত প্রাণ।
জাত-সমাজের নাই সেথা ঠাই জগন্নাথের সাম্য লোক
                                    জগন্নাথের তীর্থ লোক॥
চিনেছিলেন খ্রিস্ট, বুদ্ধ, কৃষ্ণ, মোহাম্মদ ও রাম
                                    মানুষ কী আর কী তার দাম!
(তাই) মানুষ যাদের করত ঘৃণা, তাদের বুকে দিলেন স্থান,
                                    গন্ধী আবার গান সে-গান।
(তোরা) মানব-শত্রু, তোদেরই হায় ফুটল না সেই জ্ঞানের চোখ॥

  • রচনাকাল ও স্থান:  এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি। ১৯২৪ খ্রিষ্টাব্দের ১ আগষ্ট (শ্রাবণ ১৩৩১) 'বিষের বাঁশী' কাব্যে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এপ্রিল। ১৯২৬ (চৈত্র ১৩৩২-বৈশাখ ১৩৩৩)। পি ৭৩৫৭। শিল্পী: হরেন্দ্রনাথ দত্ত। রেকর্ড বুলেটিনে উল্লেখ ছিল- ‌‌'সুবিখ্যাত কবি নজরুল ইসলাম রচিত দুইখানি মনোহর সঙ্গীত আমাদের জনপ্রিয় গায়ক শ্রীযুক্ত হরেন্দ্র দত্ত মহাশয় গাহিয়াছেন।" অপর গানটি ছিল- দোহাই তোদের! এবার তোরা সত্যি করে  [তথ্য]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: উদ্দীপনা
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।