প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর (priyo tumi kothay aji)

প্রিয়   তুমি কোথায় আজি কত সে দূর।
প্রাণ   কাঁদে ব্যথায় বিরহ-বিধুর॥
        স্বপন-কুমারী, স্বপনে এসে
        মিশাইলে কোন্ ঘুমের দেশে
        তড়িত-শিখা ক্ষণিক হেসে
        লুকালে মেঘে আঁধারি’ হৃদি-পুর॥
        আপনা নিয়ে ছিনু একেলা
        কোন্ সে কূলে ভিড়ালে ভেলা
        জীবন নিয়ে মরণ-খেলা
        খেলিতে কেন আসিলে নিঠুর॥
        ঊষার গাঙে গাহন করি’
        দাঁড়ালে নভে রঙের পরী
        প্রেমের অরুণ উদিল যবে
        মিশালে নভে, হে লীলা-চতুর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম জয়তী পত্রিকার বৈশাখ ১৩৩৮ (এপ্রিল-মে ১৯৩১) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ২। পিলু-কার্ফা। পৃষ্ঠা: ২২১-২২২]
  • পত্রিকা: জয়তী [বৈশাখ ১৩৩৮ সংখ্যা (এপ্রিল-মে ১৯৩১)
     
  • রেকর্ড: টুইন। মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। এফ.টি ৮৬৫। শিল্পী: মানিকমালা। [শ্রবণ নমুনা]
    এর জুড়ি গান ছিল- কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি 
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  সেলিনা হোসেন [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ১৪। পৃষ্ঠা: ৬৬-৬৮ [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।