ফাগুন-রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে (fagun raater fuler neshay)

ফাগুন-রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে।
যে-দীপশিখায় পুড়িয়া মরে পতঙ্গ ঘোরে তাহারি পাশে॥
অথই দুখের পাথার-জলে, সুখের রাঙা কমল দোলে
কূলের পথিক হারায় দিশা দিবস নিশা তাহারি বাসে॥
সুখের আশায় মেশায় ওরা বুকের সুধায় চোখের সলিল
মণির মোহে জীবন-দহে বিষের ফণির গরল-শ্বাসে।
বুকের পিয়ায় পেয়ে হিয়ায় কাঁদে পথের পিয়া লাগি’
নিতুই নূতন স্বর্গ মাগি’ নিতুই নয়ন জলে ভাসে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন (আষাঢ় ১৩৩৬) মাসে, কলকাতার মনোমোহন থিয়েটারে শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১১ মাস।
  • গ্রন্থ:
    • নাটক:
    • সঙ্গীত সংকলন:
      • চোখের চাতক
        • প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯) গান ১০। পিলু-কাহারবা]
        • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১০। পিলু-কাহারবা। পৃষ্ঠা: ১৯৯-২০০।]
      • নজরুল-গীতিকা
        • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল। ৬। দেশ-পিলু-দাদরা। পৃষ্ঠা ৫২]
        • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। গজলী। ৫১। পিলু-কাহারবা। পৃষ্ঠা: ২০৫]
  • রেকর্ড
    • এইচএমভি। মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। পি ১১৭৪১। শিল্পী: ইন্দুবালা। সুরকার: নজরুল ইসলাম
    • ভিয়েলাফোন।এপ্রিল ১৯৩১ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৩৮)।  টি ৬০২৪। শিল্পী: সত্যরাণী [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ২১ সংখ্যক গান। রেকর্ডে ইন্দুবালা-র গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৭৩-৭৬।] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: গজলাঙ্গ
    • তাল: তাল ফেরতা (কাহারবা-দাদরা)
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।