আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে (ajke dekhi hingsha-moder motto-baron-rone)

আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে
জাগ্‌ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে॥
        উঠল কখন ভীম কোলাহল,
        আমার বুকের রক্ত-কমল
কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্‌বে না আন্‌মনে॥
কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!
সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি!
        আস্‌বে কি আর পথিক-বালা?
        প'রবে আমার মৃণাল-মালা?
আমার জলজ-কাঁটার জ্বালা জ্ব’লবে মোরই মনে?
ফুল না পেয়েও কমল-কাঁটা বাঁধবে কে কঙ্কণে ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২ খ্রিষ্টাব্দের আশ্বিন (সেপ্টেম্বর ১৯২৫) মাসে প্রকাশিত 'ছায়ানট' কাব্যে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির নিচে রচানার স্থান ও তারিখ উল্লেখ আছে-' কলিকাতা/আশ্বিন ১৩৩১' (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৪)। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • ছায়ানট
      • প্রথম প্রকাশ। আশ্বিন ১৩৩২ (সেপ্টেম্বর ১৯২৫)। শিরোনাম: কমল কাঁটা
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট।  শিরোনাম: কমল কাঁটা। পৃষ্ঠা: ৫-৬।
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। খেয়াল। ৯।  কেদারা- একতালা। পৃষ্ঠা: ১৩৪।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২।  নজরুল গীতিকা। ১০৭। খেয়াল। কেদারা- একতালা। পৃষ্ঠা: ২৪৭-২৪৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮৭৮। ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।