আজকে দোলের হিন্দোলায় আয় তোরা (ajke doler hindolay ay tora)

আজকে দোলের হিন্দোলায়
            আয় তোরা কে দিবি দোল্।
ডাক দিয়ে যায় দ্বারে ঐ
            হেনার কুঁড়ি আমের বোল্॥
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
কৃষ্ণ-চূড়ার পাশে রঙন অশোক গালে-গাল,
লোল্ হয়ে পড়িল ঐ রাতের জোছনা-আঁচল॥
হতাশ পথিক পথ-বিভোল্,
            ভোল্ আজি বেদনা ভোল্, 

টোল খেয়ে যাক নীল আকাশ
            শুনে তোদের হাসির রোল
দ্বার খু’লে দেখ্ 
 ফুলেল রাত
            ফুলে ফুলে ডামাডোল্॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩৮ । কাফি-হোরি। পৃষ্ঠা: ২৪৪-৪৫]
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)]। এন ৭০৮৬ শিল্পী: মানিকমালা  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।