বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি। (badol baye mor nibhiya gechhe bati)

  রাগ: দেশ, তাল: আদ্ধা-কাওয়ালি
বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি।
তোমার ঘরে আজ উৎসবের রাতি॥
তোমার আছে হাসি, আমার আঁখি-জল
তোমার আছে চাঁদ, আমার মেঘ-দল,
তোমার আছে ঘর, ঝড় আমার সাথী॥
শূন্য করি, মোর মনের বন-ভূমি,
সেজেছ সেই ফুলে রানীর সাজে তুমি।
নব বাসর-ঘরে
যাও সে-সাজ প’রে,
ঘুমাতে দাও মোরে কাঁটার সেজ পাতি’॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  মেগাফোন রেকর্ড থেকে এই গানটি প্রকাশিত হয়েছিল ১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এছাড়া এর কাছাকাছি সময়ে, সওগাত পত্রিকার 'আশ্বিন ১৩৩৯' (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩২) সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, গানটি রচিত হয়েছিল ১৩৩৯ বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ-আদ্ধা-কাওয়ালি। পৃষ্ঠা: ৩১]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২৬। দেশ-আদ্ধা-কাওয়ালি।  পৃষ্ঠা ২৪০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬০৯। রাগ: দেশ, তাল: আদ্ধা-কাওয়ালি।  পৃষ্ঠা: ৪৮১]
  • পত্রিকা: সওগাত [আশ্বিন ১৩৩৯ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩২)]
  • রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। জেএনজি ১৯৭। শিল্পী: শ্রীমতী পারিল]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।