আজি এ কুসুম-হার সহি কেমনে (aji e kushum har sohi kemone)

                রাগ: সিন্ধু-কাফি-খাম্বাজ, তাল: যৎ
            আজি এ কুসুম-হার        সহি কেমনে।
            ঝরিল যে ধুলায়             চির অবহেলায়
            কেন এ অবেলায়           পড়ে তারে মনে॥
            তব তরে মালা              গেঁথেছি নিরালা
            সে ভরেছে ডালা            নিতি নব ফুলে।
(আজি)  তুমি এলে যবে               বিপুল গরবে
            সে শুধু নীরবে                মিলাইল বনে॥
            আঁখি-জলে ভাসি            গাহিত উদাসী
            আমি শুধু হাসি               আসিয়াছি ফিরে।
(আজি)  সুখ-মধুমাসে                 তুমি যবে পাশে
            সে কেন গো আসে          কাঁদাতে স্বপনে॥
            কার সুখ লাগি'               রে কবি বিবাগি,
            সকল তেয়াগি                 সাজিলি ভিখারি।
(তুই)     কার আঁখি-জলে             বেঁচে রবি বলে
            ফুলমালা দলে                লুকালি গহনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৫' সংখ্যায় (জুন-জুলাই১৯২৮) প্রকাশিত হয়।  গানটির সাথে রচনার স্থান ও রচনাকাল উল্লেখ ছিল না । ধারণা করা হয়, নজরুল এই গানটি রচনা করেছিলেন ১৩৩৫ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের শেষার্ধে। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। গান ২৮। সিন্ধু-কাফি-খাম্বাজ-যৎ]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৮। সিন্ধু-কাফি-খাম্বাজ-যৎ। পৃষ্ঠা: ১৭২-১৭৩]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। টপ্পা । সিন্ধু-কাফি-খাম্বাজ-যৎ। পৃষ্ঠা ৮৫]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] ৭২। নজরুল গীতিকা। টপ্পা।  সিন্ধু-কাফি-খাম্বাজ-যৎ। পৃষ্ঠা: ২১৯]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৮৪৯ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।