ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান! (bhai hoye bhai chinbi abar)
তাল: দ্রুত-দাদ্রা
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান!
সেদিন দুয়ার ভেঙে আস্বে জোয়ার মরা গাঙে ডাকবে বান॥
তোরা স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেম্নি মুগুর পাস্ রে মান।
সেই কল্জে চুঁয়ে গল্ছে রক্ত দল্ছে পায়ে ডল্ছে কান॥
ওরে তোরা করিস লাঠালাঠি সিন্ধু-ডাকাত লুটছে ধান!
তাই গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান॥
ছিলি সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমন ক্ষিন্ন প্রাণ।
মুখের গ্রাস ঐ গিল্ছে শেয়াল, তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ॥
তোরা বাঁদর ডেকে মান্লি সালিশ ভাইকে দিতে ফাট্লো প্রাণ!
সালিশ নিজেই, 'খা ডালা সব', বোকা তোদের এই দেখান॥
তোরা নাক কেটে নিজ পরের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান
তোদের কে যে ভালো কে যে মন্দ সব শিয়ালই এক সমান॥
শুনি আপন ভিটেয় কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ।
তাই তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান॥
আজ সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান!
তোরা বিশ্বে যে তার রাখিস্নে টাই কানা গরুর ভীন্ বাথান॥
তোরা করলি কেবল অহরহ নীচ কলহের গরল পান।
আজ বুঝ্লি নে হায় নাড়ি-ছেঁড়া মায়ের পেটের ভায়ের টান॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণ (আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ) মাসে 'ভাঙার গান' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গানটি প্রথম এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২ মাস।
- গ্রন্থ: ভাঙার গান
- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ। শিরোনাম 'মিলন গান']
- দ্বিতীয় সংস্করণ [ন্যাশনাল বুক এজেন্সী লিমিটেড, ১২ বঙ্কিম ষ্ট্রীট, কলিকাতা ১২। ১৯৪৯ খ্রিষ্টাব্দ। শিরোনাম 'মিলন গান' গান-৩]
- নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ। প্রথম খণ্ড। বাংলা একাডেমী। ১১ জ্যৈষ্ঠ ১৪১৩/মে ২০০৬। শিরোনাম: মিলন গান। গান-৩। পৃষ্ঠা: ১৬৪-১৬৫।
- রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৪৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৫৫)। এন ২৭৮৮১। শিল্পী: সত্য চৌধুরী। সুরকার নজরুল ইসলাম] [শ্রবন নমুনা]]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি। দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় সংস্করণ। শ্যামাপূজা, ১৩৮৩। শিরোনাম: মিলনগান। [নমুনা]
- রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১১ সংখ্যক গান। রেকর্ডে সত্য চৌধুরী-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে][নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত দাদরা
- গ্রহস্বর: মা