ভাইয়ের দোরে ভাই কেঁদে যায় টেনে নে না তারে কোলে (bhaiyer dore bhai kede jay)
ভাইয়ের দোরে ভাই কেঁদে যায় টেনে নে না তারে কোলে
মুছিয়ে দে তার নয়নেরি জল (সে যে) আপন মায়ের ছেলে॥
এত কাল যদি ছিলি এক ঠাঁই
আজ কেন ছাড়া হলি ঠাঁই ভাই
ভাই বিনে তোর আর কেহ নাই দিতে প্রাণ অবহেলে॥
বিপদেতে পাবি কাহারে তখন
ভাই যদি রয় ফিরায়ে বদন
সেই ভা'য়ে তোর পরের মতন দিস্নে আজিকে ঠেলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৮) মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত হয়েছিল।
- রেকর্ড: এইচএমভি । জুন ১৯৩১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৮)। এন ৩৫০৮। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ ঘোষ। [শ্রবণ নমুনা] [ মাসুদা আনাম কল্পনা (শ্রবণ নমুনা)]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১৮ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: পা