ভুলি কেমনে আজো যে মনে (bhuli kemone ajo je mone)

ভুলি কেমনে        আজো যে মনে
            বেদনা-সনে        রহিল আঁকা।
আজ সজনী         দিন রজনী
            সে বিনে গনি       সকলি ফাঁকা॥
আগে মন           করলে চুরি
মর্মে শেষে          হানলে ছুরি
এত শঠতা          এত যে ব্যথা
            তবু যেন তা        মধুতে মাখা॥
চকোরী              দেখলে চাঁদে
দূর থেকে সই       আজো কাঁদে
আজো বাদলে       ঝুলন ঝুলে
            তেমনি জলে        চলে বলাকা॥
বকুলের              তলায় দোদুল
কাজলা মেয়ে        কুড়োয় লো ফুল
চলে নাগরী          কাঁখে গাগরি
            চরণ ভারি          কোমর বাঁকা॥
ডালে তোর          করলে আঘাত
দিস্ রে কবি         ফুল সওগাত
ব্যথা-মুকুলে         অলি না ছুঁলে
            বনে কি দুলে       ফুল-পতাকা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। কল্লোল পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' (মে ১৯২৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। নজরুল ইসলাম তাঁর ২৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষাংশে এই গানটি রচনা করেছিলেন।
     
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ। নভেম্বর ১৯২৮ (কার্তিক ১৩৩৫)। গান-৪। পিলু-কাহারবা-দাদরা।
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪। পিলু-কাহারবা-দাদরা। পৃষ্ঠা: ১৫৩-১৫৪]
         
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। পিলু-কাহারবা-দাদরা-তাল ফেরতা। গজল। ১৩। পৃষ্ঠা: ৭০।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৫৮। গজল।   পিলু-কাহারবা-দাদরা-তাল ফেরতা। পৃষ্ঠা: ২১০-২১১]
  • রেকর্ড:
  • পত্রিকা: কল্লোল পত্রিকা। জ্যৈষ্ঠ ১৩৩৪ (মে-জুন ১৯২৭)।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দ] ২২ সংখ্যক গান।[নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: গজল
    • তাল: তালফেরতা (আদ্ধা-কাওয়ালি/ দাদরা)
    • গ্রহস্বর: মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।