ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি (bhorer haoya ele ghum bhangate ki)
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
চুম হেনে নয়ন-পাতে।
ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা
গুণ্ঠিতারে শুনাতে॥
হিম-শিশিরে মাজি’ তনুখানি
ফুল-অঞ্জলি আন ভরি' দুই পাণি,
ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি
বিশ্ব-সুষমা সভাতে॥
- ভাবার্থ: আলেয়া নাটকের জন্য রচিত এই গানের ভোরের ঘুম ভাঙানো হাওয়ার মধুর আবেশকে শৃঙ্গার রসের অভিব্যক্তিতে উপস্থাপন করা হয়েছে। নাবীকারূপিণী ধরণীতে ভোরের হাওয়া আসে নায়কের বেশে। সে প্রকৃতির চোখের পাতায় প্রণয়-মধুর চুম্বনের আবেশ ছড়িয়ে দিয়ে বয়ে যায়। যেন এ হওয়া তার ঝিরি ঝিরি অস্ফুট ধ্বনিতে সলজ্জিতা প্রেয়সী প্রকতির কানে কানে সলজ্জ প্রণয়-কথনে অভিসিক্ত করে। ভোরের শীতল-স্নিগ্ধ সৌরভ যেন তার দেহখানি জুড়ে থাকে। সে যেন দুই হাতে প্রণয়ের পুষ্পাঞ্জলি দেয় ধরণীকে। বিশ্ব সুষমা সভাতে- ভোরের হাওয়া প্রণয়-পুষ্পে ধরণীকে করে তোলে সৌন্দর্য ও সৌরভে বিশ্ব-ফুলদানি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এই গানটি 'আলেয়া' গীতিনাট্যে প্রস্তাবনা'র গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'
এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের দিকে। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ১। রামকেলি-ঠুংরী। পৃষ্ঠা ৪৪]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। প্রথম খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা। ৩১। ঠুংরী। রামকেলি-ঠুংরী। পৃষ্ঠা: ১৯৫]
- আলেয়া
- প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ১৩৩৮ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক। সুন্দরীদের গান।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮। মে ২০১১। আলেয়া। প্রথম অঙ্ক। সুন্দরীদের গান। পৃষ্ঠা: ৩১৭-৩১৮]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৮৩২। পৃষ্ঠা ৫৪৭] [মাসুদা আনাম (শ্রবণ নমুনা)]
- নজরুল-গীতিকা
- পত্রিকা:
- জয়তী। কার্তিক-পৌষ ১৩৩৮ (অক্টোবর-নভেম্বর ১৯৩১)। আলেয়ার গান।
- নাচঘর। ৯ পৌষ ১৩৩৮ (শুক্রবার ২৫ ডিসেম্বর ১৯৩১)। শিরোনাম: আলেয়ার আরও দশটি গান।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি। ভোরের হওয়া। নাট্যগীতি