মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে (mon niye ami lukochuri khela kheli priye)

     তাল: কাহার্‌বা

পুরুষ :  মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে।
স্ত্রী     :  ধরিতে পারি না পেতে তাই প্রেম ফাঁদ 
           তুমি মেঘ আমি চাঁদ, ফের গো কাঁদিয়ে॥
পুরুষ :  মন্দ বায় আমি গন্ধ লুটি শুধু 

           চাই না আমি সে মধু;
স্ত্রী     :  চাইনে চাইনে বঁধু 

           তাহে নাই সুখ নাই, আমি পরশ যে চাই।
পুরুষ :  স্বপন-কুমার ফিরি যে আমি মন ভুলিয়ে॥
উভয় :  চল তবে যাই মোরা স্বপনের দেশে
           জোছনায় ভেসে 

           নন্দন পারিজাত ফুল ফুটিয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের মার্চ  (ফাল্গুন-চৈত্র ১৩৩৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৯ মাস।
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ডুয়েট গান। পৃষ্ঠা: ৫৯] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ৩৯ সংখ্যক গান।  ডুয়েট গান। পৃষ্ঠা ২০১]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৩৫। তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৬৪
  • রেকর্ড:
    • টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]।  এফটি ৮৬৮। শিল্পী: ধীরেন দাস ও হরিমতী।[শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
      • তাল: দ্রুত দাদরা
      • গ্রহস্বর: র্সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।