মুসাফির! মোছ্ রে আঁখি-জল (musafir mochh re akhi jol)

মুসাফির! মোছ্ রে আঁখি-জল
                    ফিরে চল্ আপ্‌নারে নিয়া
আপনি ফুটেছিল ফুল
                    গিয়াছে আপ্‌নি ঝরিয়া॥
রে পাগল! একি দুরাশা,
জলে তুই বাঁধ্‌বি রে বাসা!
মেটে না হেথায় পিয়াসা
                    হথা নাই তৃষ্ণা-দরিয়া॥
বরষায় ফুটলো না বকুল
পউষে ফুট্‌বে কি সে ফুল (রে)
এ পথে ঝরে সদা ভুল
                    নিরাশার কানন ভরিয়া॥
রে কবি! কতই দেয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি'
এলো না তোর বনমালী
                    আধাঁর আজ তোরই দুনিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনের দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে নতুন গান হিসেবে এই গানটি যুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ১০ মাস।
  • গ্রন্থ:
    • বুলবুল
      • দ্বিতীয় সংস্করণ চৈত্র ১৩৩৫ (মার্চ ১৯২৯)। নতুন সংযোজন ৬। বাঁরোয়া-কাহারবা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪৮। বাঁরোয়া-কাহারবা। পৃষ্ঠা ১৮৬-১৮৭]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল । বাঁরোয়া-কাহারবা। পৃষ্ঠা ৮৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা।  ৬৯। গজল। বাঁরোয়া-কাহারবা। পৃষ্ঠা: ২১৭-২১৮]
  • রেকর্ড: এইচএমভি। জানুয়ারি ১৯৩১ (পৌষ-মাঘ ১৩৩৭ বঙ্গাব্দ)। পি ১১৬৮৭। শিল্পী কাশেম মল্লিক। [শ্রবণ নমুনা]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
  • সুরকার: নজরুল ইসলাম।
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।