মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে (mridul chhonde monjul chhonde)

মৃদুল মন্দে                মঞ্জুল ছন্দে
মরাল মদালস            নাচে আনন্দে॥
তরঙ্গ-হিন্দোলে          শতদল দোলে
শিশু অরুণে জাগায়     অমা-যামিনীর কোলে
শুষ্ক কানন ভরে         বকুল গন্ধে॥
নন্দন-উপহার           ধরণীর ক'রে
শুভ্র পাখায় শুভ         আশিস ঝরে।
মিলন, বসন্তের          দূত আগমনী
কণ্ঠে সুমঙ্গল             শঙ্খের ধ্বনি
কুহু কেকা গাহে          মধুর ছন্দে॥

  •  ভাবসন্ধান: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে রাজকন্যা সাবিত্রী সখিগণসহ মীনকেতন রাজহংসের সাথে খেলা করা সময় এই গানটি পরিবেশন করছেন। এই খেলাচ্ছলে সাবিত্রী ও তার সখীরা প্রভাতের আগমনী গান গাইছে। তাই এই গানে উঠে এসেছে ভোরের নান্দনিক রূপের নানা দিক।

    গানের স্থায়ীতে অপূর্ব রূপকতার মধ্য দিয়ে প্রভাতের আবির্ভাবকে উপস্থাপন করা হয়েছে। অন্ধকারের ভিতর থেকে ঘুমন্ত মাতৃরূপী পৃথিবীর জেগে ওঠে। যেমন মাতৃক্রোড়ে শিশুর জেগে ওঠার ভিতর দিয়ে মায়ের ঘুম ভাঙে, তেমনি মাতৃরূপী রাত্রির অন্ধকারের কোলে শিশু সূর্য আলো ছড়িয়ে দিয়ে ঘুমন্ত প্রকৃতিকে জাগিয়ে তোলে। ঘুমন্ত শিশু পৃথিবীর জেগে ওঠার আনন্দে সরোবরের তরঙ্গের সাথে দোল খায় শতদল। বাগান ভরে ওঠে বকুলের সৌরভসম্পদে। সেই আনন্দে মন্দমধুর মনোহর ছন্দে আনন্দ-আবেশে নৃত্যানন্দে নাচে রাজকন্যার খেলার রাজহংস।

    প্রভাত হলো- ধরণীর হাতে তুলে দেওয়া প্রকৃতির প্রথম উপহার। প্রকৃতির এই উপহার যেন পাখিরূপী পবিত্রআত্মার সুভাশিস হয়ে ঝরে পরে।  ভোর আসে মিলন বসন্তের অগ্রদূত হিসেবে। তাই মধুর বসন্তের আহ্বান ধ্বনিত হয় কোকিল ও ময়ূরের ভোরের ডাকে। আর সে ডাক শঙ্খের সুমঙ্গল ধ্বনি হয়ে প্রভাতে ছড়িয়ে পড়ে।
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
     
  • মঞ্চ: নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)।  মন্মথ রায়ের রচিত নাটক। এই নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম
     
  • গ্রন্থ:
    • সাবিত্রী
      • মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। সাবিত্রী এবং সখীগণের গান।]
      • মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। সাবিত্রী। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। সাবিত্রী এবং সখীগণের গান। পৃষ্ঠা: ১২৮]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ২৩। পিলু-খাম্বাজ-ঠুংরি। পৃষ্ঠা: ১৭৪-১৭৫]
  • রেকর্ড: কলাম্বিয়া । জিই ২৭০৯। সাবিত্রী নাটকের গান। কলম্বিয়া ড্রামাটিক পার্টি  [শ্রবণ নমুনা]
  • [মাসুদা আনাম কল্পনা (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। ২৪ সংখ্যাক গান। রেকর্ডে কলম্বিয়া ড্রামাটিক পার্টি-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।[নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি (জাগতিক, প্রভাত), নাট্যগীতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।