মেরো না আমারে আর নয়ন- বাণে (mero na amare ar noyon-bane)

 রাগ: খাম্বাজ মিশ্র, তাল: কাহারবা
মেরো না আমারে আর নয়ন-বাণে।
কী জ্বালা ব্যাধের বাণে বনের হরিণই জানে॥
একে এ পরান দহে
মদির ও-আঁখির মোহে
চাহনির যাদু মাখা তায়।
জ্বলিছে আলেয়া-শিখা
নয়ন-জলের মরীচিকা
পিয়াসী পথিক ছোটে হায়- তাহারি টানে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। খাম্বাজ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ৫২-৫৩] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। ৩৩ সংখ্যক গান। খাম্বাজ মিশ্র-কার্ফা।  পৃষ্ঠা ১৯৭-১৯৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৮৫। রাগ: খাম্বাজ মিশ্র, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৫০৩।
  • রেকর্ড: মেগাফোন [ মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)] জেএনজি ১০৩। শিল্পী: শ্রীমতী সুহাসিনী

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।