মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে (কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী) (mesh charone jay nobi kishor rakhal beshe)

         মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে
         নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
         তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে
         তাঁর রূপ-লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে॥
         তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি',
         বিশ্বের শাহানশাহ্ আজ মাখে গোঠের ধূলি,
         তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
         তাঁর ছায়া ক’রে চলে আকাশে মেঘ এসে॥
         কিশোর নবী গোঠে চলে
         তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর মোম্ হয়ে যায় গ'লে।
         তস্‌লিম জানায় পাহাড় চরণে ঝুঁকে তাঁহার।
         নারাঙ্গি, আঙুর, খর্‌জুর্, পায়ে নজ্‌রানা দেয় হেসে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ:
    • অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯। ৫২ সংখ্যক গান। পৃষ্ঠা ২২০-২২১]
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। ইসলামী গান। ১০৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা ২৬৫]
      • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১০৮৭ সংখ্যাক গান। পৃষ্ঠা: ২০৫-২০৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৬। পৃষ্ঠা ১২]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশপ্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৩-৬৮]
    • নজরুল সঙ্গীত সম্ভার। বাংলা একাডেমী, ঢাকা। বৈশাখ ১৩৮৯/এপ্রিল ১৯৮২। পাণ্ডুলিপি-৪২। ইসলামী ধর্ম্মসঙ্গীত।
  • রেকর্ড:
    • এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০) এন ৭২০২। শিল্পী: গণি মিঞা (ধীরেন দাস)
    • পায়োনিয়র। [মে ১৯৩৪ বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৬) এন.কিউ ১০৩। শিল্পী: দিলওয়ার হোসেন (চিত্ত রায়) [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড।  দ্বিতীয় মুদ্রণ হয়, পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। একাদশ গান] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান, নাত)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
    • রাগ: রাগের উল্লেখ নেই।
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সরা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।