মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম (mor ghumoghore ele monohor nomo nom)

 মোর   ঘুমঘোরে এলে মনোহর নমো নম, নমো নম, নমো নম।
             শ্রাবণ-মেঘে নাচে নটবর রমঝম, রমঝম, ঝমরম
                       (ঝমঝম, রমঝম, রমঝম)॥
 শিয়রে   বসি চুপি চুপি চুমিলে নয়ন
   মোর   বিকশিল আবেশে তনু নীপ-সম, নিরুপম, মনোরম॥
   মোর   ফুলবনে ছিল যত ফুল
                     ভরি ডালি দিনু ঢালি’ দেবতা মোর
    হায়   নিলে না সে ফুল, ছি ছি বেভুল,
                     নিলে তুলি’ খোঁপা খুলি’ কুসুম-ডোর।
 স্বপনে   কী যে কয়েছি তাই গিয়াছ চলি’
জাগিয়া   কেঁদে ডাকি দেবতায় প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম॥
 

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন (আষাঢ় ১৩৩৬)মাসে, কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।
     
  • নাটক: রক্তকমল। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। মঞ্চ: মনোমোহন থিয়েটার। উদ্বোধন: ২ জুন, ১৯২৯ খ্রিষ্টাব্দ। চরিত্র: মমতা। শিল্পী: সরযূবালা।
  • গ্রন্থ:
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ৭। ভৈরবী-গজল-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৭। ভৈরবী-গজল-দাদরা। পৃষ্ঠা: ১৯৭]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল।  ভৈরবী-দাদরা।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭]  নজরুল গীতিকা।  গজল।  ভৈরবী-দাদরা।। পৃষ্ঠা: ২০৭]
         
  • রেকর্ড:
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। আষাঢ় ১৩৩৬। জুন-জুলাই ১৯২৯। নজরুল ইসলাম-কৃত স্বরলিপি [নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: গজল
    • রাগ: ভৈরবী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।