মোর প্রথম মনের মুকুল (mor prothom moner mukul)

         মোর   প্রথম মনের মুকুল
         ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে।
         কপোতীর মিনতি কপোত শুনিল না,
                          উড়ে গেল গহন-বনে
         দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো
         আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো
         জ্বলিল প্রদীপ সকলেরি ঘরে হায়
         নিভে গেল মোর দীপ গোধূলি লগনে ॥
         বিফল অভিমানে কাঁদে ফুলমালা কণ্ঠ জড়ায়ে
         কাঁদি ধূলি-পথে একা ছিন্ন-লতার প্রায় লুটায়ে লুটায়ে।
         দারুণ তিয়াসে এসে সাগর-মুখে
         ঢলিয়া পড়িনু হায় বালুকারি বুকে
         ধোঁয়ারে মেঘ ভাবি' ভুলিনু চাতকী
                         জ্বলিয়া মরি গো বিরহ-দহনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৭) মাসে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস। 
  • গ্রন্থ:
    • অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯। ১৫৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৭৯-২৮০]
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। কাব্য-গীতি। ৬৪৬ সংখ্যক গান। পৃষ্ঠা ১৬৭]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৯। পৃষ্ঠা ১৩]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার সুধীন দাশ। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৮০-৮২]
  • রেকর্ড:হিন্দুস্থান। [জানুয়ারি ১৯৪১ (পৌষ-মাঘ ১৩৪৭)] এইচ ৮৭৬। সুপ্রভা সরকার। রাগ বনকুন্তলা (নজরুল-সৃষ্ট রাগ)। [শ্রবণ নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫।  ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৮০-৮২] [নমুনা]
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।