মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান (mora ek brinte duti kusum)

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ॥
        এক সে আকাশ মায়ের কোলে
        যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
        এক সে দেশের মাটিতে পাই
        কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৮১ সংখ্যক গান। ভৈরবী-একতালা। পৃষ্ঠা ২৭৩]
    • পুতুলের বিয়ে
      • প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪। ফাল্গুন-চৈত্র ১৩৪০] পুতুলের বিয়ে। টুলি ও কমলির গান।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [১২ ভাদ্র ১৪১৪, ২৭ আগষ্ট ২০০৭। পুতুলের বিয়ে।  টুলি ও কমলির গান। পৃষ্ঠা ৩৫৬]
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)]। জিটি ২৬। শিল্পী: বীণাপাণি ও হরিমতী[শ্রবন নমুনা]
  •  স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৯ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি [সম্প্রীতি]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।