মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্নার মত চঞ্চল (mora jhonjhar moto uddam)

মোরা       ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্নার মত চঞ্চল।
মোরা       বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল॥
              আকাশের মত বাধাহীন,
মোরা       মরু-সঞ্চর বেদুঈন,
(মোরা)   বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥
মোরা     সিন্ধু-জোয়ার কল-কল
মোরা     পাগলা-ঝোরার ঝরা জল
            কল-কল-কল্‌ ছল-ছল-ছল্‌ কল-কল-কল্‌ ছল-ছল-ছল্
মোরা     দিল্‌-খোলা খোলা প্রান্তর,
মোরা     শক্তি-অটল মহীধর
             হাসি-গান সম উচ্ছল
মোরা     বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল॥

  • রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত ছায়ানট কাব্যগ্রন্থে কবিতা হিসেবে ছায়ানট কাব্যে 'পাহাড়ী গান' শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির সাথে স্থান ও তারিখ উল্লেখ আছে- হুগলি/আষাঢ়্ ১৩৩১। খ্রিষ্টাব্দের বিচারে এই তারিখটি ছিল- আগষ্ট ১৯২৪। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • ছায়ানট
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, [২২ সেপ্টেম্বর ১৯২৫, ৬ আশ্বিন ১৩৩২। শিরোনাম 'পাহাড়ি গান'। পৃষ্ঠা ৮৪]
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম 'পাহাড়ি গান'। পৃষ্ঠা: ৫১।
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। জাতীয় সঙ্গীত। ১৪। ব্যান্ডের সুর। পৃষ্ঠা ৪৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮। মে ২০১১। জাতীয় সঙ্গীত। ৩০। ব্যান্ডের সুর।  পৃষ্ঠা: ১৯৩-১৯৪]
         
  • রেকর্ড: কলাম্বিয়া। আগষ্ট ১৯৪৯ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। জিই ৭৫৪৮। শিল্পী: গিরীন চক্রবর্তী ও অন্যান্য। সুর করেছিলেন নিতাই ঘটক। বি.দ্র.: নিতাই ঘটক নজরুলের সুর পরিবর্তন করেছেন।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [ নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১০-১১২।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: উদ্দীপনামূলক গান।
    • সুরাঙ্গ: সামরিক ব্যান্ডের সুর।
      • তাল: দ্রুত- দাদরা 
      • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।