মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায় (mohorromer chad elo oi)

    তাল: কাহার্‌বা

মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়।
ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়॥
কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হোল কারবালায়
বেহেশ্‌তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়॥
কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা।
আস্‌গরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়॥
কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মর্সিয়া।
ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯) জুলফিকার' গীতি-গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ [১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। মর্সিয়া জয়জয়ন্তী মিশ্র-সাদ্রা] ।
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭। জুলফিকার। ৫ সংখ্যক গান। মর্সিয়া জয়জয়ন্তী মিশ্র। পৃষ্ঠা: ২৯২-২৯৩]
  • রেকর্ড:  টুইন [মে ১৯৩৩। মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)।  নম্বর এফটি ২৫৯৫। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ।] [শ্রবন নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।