আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে (aji e shrabon nishi kate kemone)

আজি এ শ্রাবণ-নিশি         কাটে কেমনে।
গুরু দেয়া গরজন             কাঁপে হিয়া ঘনঘন
শনশন কাঁদে বায়ু             নীপ-কাননে॥
অন্ধ নিশীথ, মন              খোঁজে কারে আঁধারে,
অন্ধ নয়ন ঝরে                শাওন-বারিধারে।
ভাঙিয়া দুয়ার মম            এসো এসো প্রিয়তম,
শ্বসিছে বাহির ঘর             ভেজা পবনে॥
কার চোখে এত জল         ঝরে দিক্‌ প্লাবিয়া,
সহিতে না পারি’ কাঁদে     'চোখ গেল' পাপিয়া,
কাহার কাজল-আঁখি         চাহি' মোর নয়নে
ঝুরেছিল একা রাতে         কবে কোন্‌ শাওনে,
আজি এ বাদল ঝড়ে         সেই আঁখি মনে পড়ে,
বিজলি খুঁজিছে তারে         নভ-আঙনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৫। মিয়া কি মল্লার-কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক।  গান ৫। মিয়া কি মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ১‌৯৫-১৯৬]
  • নজরুল-গীতিকা
    • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী । মিয়া কি মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা ১৫০]
    • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ঠুংরী। ৩৯। জয়জয়ন্তী-খাম্বাজ-দাদরা।  পৃষ্ঠা: ১৯৯।
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৫৭৮ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।