যমুনা-কূলে মধুর মধুর মুরলি সখি বাজিল। (jomuna-kule modhur modhur muroli)

যমুনা-কূলে মধুর মধুর মুরলি সখি বাজিল।
মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে –
কদম্ব তমাল নব-পল্লবে সাজিল॥
ময়ূর তমাল-তালে পেখম খোলে
ব্যাকুলা গোপ-বালা শুনিয়া সে তান,
যুগ যুগ ধরি’ যেন শ্যাম
বাঁশরি বাজায় গো,
বাঁশিতে শ্যাম মোরে যাচিল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • বনগীত
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। পাহাড়ি-তেতালা। পৃষ্ঠা: ৪৭] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ৩০ সংখ্যক গান। পাহাড়ি-তেতালা।  পৃষ্ঠা ১৯৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।