যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি (jao jao tumi fire)

        যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
        কে বাঁধিবে তোমারে হায় গানের পাখি॥
 মোর  আজ এত প্রেম আশা এত ভালোবাসা
        সকলি দুরাশা আজ কি দিয়া রাখি॥
        তোমার বেঁধেছিল নয়ন শুধু এ রূপের জালে
        তাই দুদিন কাঁদিয়া হায় এ বাঁধন ছাড়ালে।
        আমার বাঁধিয়াছে হিয়া আমি ছাড়াব কি দিয়া
        আমার হিয়া তো নয়ন নহে ও সে ছাড়ে না কাঁদিয়া,
                                    ওগো দু’দিন কাঁদিয়া।
        এই অভিমান জ্বালা মোর একেলারি কালা
        ম্লান মিলনেরি মালা দাও ধূলাতে ঢাকি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ (ডিসেম্বর ১৯২৯)। গান ৯। ভৈরবী-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৯। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ১৯৮-১‌৯৯]
  • রেকর্ড:
    • এইচএমভি  [জানুয়ারি ১৯৩১ (পৌষ-মাঘ ১৩৩৭)। পি ১১৬৮২। শিল্পী: ইন্দুবালা। সুর: নজরুল ইসলাম]
    • টুইন [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এফটি ১২২৯৮। শিল্পী: ইন্দুবালা।][শ্রবন নমুনা] [আশা সরকার (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৫ সংখ্যক গান। রেকর্ডে ইন্দুবালা-র গাওয়া গানের সুরাবলম্বনে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
    • সুরকার: নজরুল ইসলাম
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।