রাখ রাখ রাঙা পায়, হে-শ্যামরায় (rakho rakho ranga paye )
রাখ রাখ রাঙা পায়, হে-শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥
সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া;
আনন্দ-নীপবনে নন্দ দুলাল এসো,
বহাও উজান, হরি, অশ্রুর যমুনায়॥
একা জীবন মোর গহন ঘন ঘোর,
এসো এ বনে বনমালী, গোপ কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায় -
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥
দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই;
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি', অকূলে ভাসি হায়॥
- গ্রন্থ:
- বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। তিলক-কামোদ-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা: ৯২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। গান সংখ্যা ৬২। তিলক-কামোদ-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা ২১৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬৭৫। রাগ: তিলক-কামোদ, তাল: আদ্ধা। পৃষ্ঠা: ২০৫]
- বনগীত
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯)]। এফটি ২২২৯। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ ঘোষ। [শ্রবণ নমুনা]
- বরলিপি ও স্বরলিপিকার: ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ৯। পৃষ্ঠা: ৫২-৫৫ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- রাগ: তিলক-কামোদ
- তাল: আদ্ধা
- গ্রহস্বর: র