আজি গানে গানে ঢাক্ব আমার গভীর অভিমান (aji gane gane dhakbo amar gobhir obhimaan)
আজি গানে গানে ঢাক্ব আমার গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ॥
ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাট্বে বেলা,
আঘাত যত হান্বে বীণায় উঠ্বে তত তান॥
ছিঁড়লে যে ফুল মনের ভুলে
আমি গাঁথব মালা সেই সে ফুলে,
(ওগো) আস্বে যখন বন্ধু তোমার কর্ব তা’রে দান॥
(আজি) কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল্,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল মিল পেল না প্রাণ॥
- রচনাকাল ও স্থান: নজরুলের পাণ্ডুলিপিতে লেখা আছে '২১-৬-৩১/দার্জ্জিলিং/বিবার-সকাল'। উল্লেখ্য, ১৯৩১ খ্রিষ্টাব্দের ১৪ জুন (রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৩৮) নজরুল নিজের গাড়ি নিয়ে বন্ধু-বান্ধবদের সাথে দার্জিলিং ভ্রমণ করেন। এই ভ্রমণে অন্যান্যদের সাথে তাঁর সঙ্গিনী ছিলেন বর্ষবাণী পত্রিকার সম্পাদিকা সুন্দরী ও সাহিত্যরসিকা জাহানআরা চৌধুরী। দার্জিলিং- নজরুলের সাথে তাঁর বিশেষ হৃদ্যতা গড়ে উঠেছিল। এখানে নজরুল তাঁর খাতায় বেশকিছু কবিতা ও গান লিখে দিয়েছিলেন। এর ভিতরে ২১শে জুন (রবিবার সকাল, ৬ আষাঢ় ১৩৩৮) নজরুল এই গানটি জাহানআরা চৌধুরীর খাতায় লিখেছিলেন। এর শিরোনাম ছিল 'গান'। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
- নজরুল পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪ । পিলু-খাম্বাজ-কার্ফা পৃষ্ঠা: ২২৩-২২৪]
- সুর-সাকী
- রেকর্ড:
- মেগাফোন [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)]। জে.এন.জি ৪৬। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৭-২১ [নমুনা]
- পর্যায়: