রুম্ ঝুম্ বাদল আজি বরষে (rum jhum badol aji)

রুম্ ঝুম্ বাদল আজি বরষে
আকুল শিখি নাচে ঘন দরশে॥
বারির দরশনে আজি ক্ষণে ক্ষণে
নব নীরদ শ্যাম রূপে পড়ে মনে
না-জানি কোন্ দেশে কোন্ প্রিয়া সনে
রয়েছে ভুলিয়া নটবর সে॥

  • ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে- [পৃষ্ঠা: ৬৫৩] এই গানটির রচয়িতা নজরুল কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে-

'রেকর্ড বুলেটিন, রেকর্ড লেবেল, চুক্তিপত্র, রয়্যালিট রেজিস্টার্ড- কোন সূত্র থেকেই রচয়িতা সম্পর্কে হদিশ পাওয়া যায় না। রেকর্ডের অপর পিঠের গান- ‌সেই কথারই জানাজানি‌'।  এর রচয়িতা ধীরেন মুখোপাধ্যায়। এই জন্য নজরুলের গান কী না, এ সম্পর্কে সংশয়ের অবকাশ রয়েছে। পাণ্ডুলিপি থেকে গানটি পাওয়া কিনা, সে সম্পর্কে অখণ্ডে কোন নির্দেশ নাই।'
 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস।
  • ভাবার্থ: প্রেম ও প্রকৃতি পর্যায়ের এই গানে রয়েছে নিবিড় বর্ষায় সঙ্গহীনা প্রেমিকার বিরহ যাতনা এবং প্রেমিকের প্রতি গভীর অভিমানের অভিব্যক্তি। দুটি তুকে নিবদ্ধ খেয়ালালাঙ্গের এই গানে বর্ষা বা বিরহকাতরা প্রেমিকার অনুভব- কোনটিই যথাযথ বিকশিত হয়ে ওঠে নি। নিতান্তই সুরের সঙ্গ হিসেবে বাণী এখান যেন বাহক মাত্র।

    গানটির স্থায়ীতে রয়েছে নৃত্যের ছন্দে মুখরিত আনন্দঘন রুম ঝুম বর্ষার কথা, যেখানে নব মেঘ-দর্শনে প্রেমানন্দে আকুলিত নৃত্যশীল ময়ূর। এই প্রেমঘন পরিবেশে কোন এক প্রেমিকা গভীরভাবে অবেশিত হয়ে ওঠে। প্রেমিকের সঙ্গ-কামনায় অধীরা প্রেমিকা নবমেঘ দর্শনে কাতরা। তার মনে পড়ে শ্যাম-রূপী দূরদেশের প্রেমিকের কথা। প্রেমিকার অভিমানী মনে সন্দেহ জেগে ওঠে, ভাবে- হয়তো দূর প্রবাসে তার প্রবাসী প্রেমিককে নিবিড় সঙ্গসুখে মোহিত করে রেখেছে কোনো এক অজানা প্রেমিকা। তাই শ্যামরূপী নটবর সেই প্রিয়ার কারণেই তাকে ভুলে রয়েছে।

     
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ)। এন ৭০১৫। শিল্পী মিস্‌ কমলা ঝরিয়া [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [ নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ২১ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।