রেশমী চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা (reshmi churir shinjini te)

রেশমী চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা
পথের ধারে চমকে' কে গো থমকে' যায় ঐ শরমনতা॥
        কাঁখ-চুমা তার কলসী-ঠোঁটে
        উল্লাসে জল উলসি' ওঠে,
        অঙ্গে নিলাজ পুলক ছোটে
                    বায় যেন হায় নরম লতা॥
অ-চকিতে পথের মাঝে পথ-ভোলানো পরদেশিকে
হান্‌লে দিঠি পিয়াস-জাগা পথ্‌বালা ঐ উর্বসীকে!
        শূন্য তাহার কন্যা হিয়া
        ভরলো বঁধূর বেদনা নিয়া,
        জাগিয়ে দিল পরদেশীয়া
                    বিধূর বঁধূর মধুর ব্যথা॥

  • রচনাকাল: 'ছায়ানট' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই গানের সাথে রচনাকাল ও স্থানের উল্লেখ আছে- 'দৌলৎপুর/কুমিল্লা/বৈশাখ ১৩২৭' (এপ্রিল-মে ১৩২১)। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ১১ মাস। 
     
  • গ্রন্থ:
    • ছায়ানট
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২। শিরোনাম 'পাপড়ি খোলা'। পৃষ্ঠা ৬৯]
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম 'পাপড়ি খোলা'। পৃষ্ঠা ৪১]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। গজল। ১। কালাংড়া-কাশ্মিরী খেমটা। পৃষ্ঠা ৫৮]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৪৬। গজল। কালাংড়া-কাশ্মিরী খেমটা। পৃষ্ঠা: ২০৪]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।