শহীদী ঈদগাহ দেখ আজ জমায়েত ভারি (shahidi eidgah dekho aj)
পিলু-খাম্বাজ তাল: দাদরা
শহীদী ঈদগাহ দেখ আজ জমায়েত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি॥
তুরান ইরান হেজাজ মেসের হিন্দ মরক্কো ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি॥
ছিল বেহুঁশ যারা আঁসু ও আফসোস লঁইয়ে,
চাহে ফেরদৌস তারা জেগেছে নও জোশ ল'ইয়ে।
তুইও আয় এই জমাতে ভুলে যা দুনিয়াদারী॥
ছিল জিন্দানে যারা আজকে তারা জিন্দা হয়ে
ছোটে ময়দানে দারাজ- দিন আজি শমশের লয়ে।
তকদীর বদলেছে আজ উঠিছে তকবির তারি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯) জুলফিকার' গীতি-গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- জুলফিকার
- প্রথম সংস্করণ [১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। পিলু-খাম্বাজ]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭। জুলফিকার। ৬ সংখ্যক গান। পিলু-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ২৯৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৭৪২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৮।
- জুলফিকার
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)]। এন ৭১০৯। শিল্পী: আব্বাসউদ্দিন
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৮তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। গান সংখ্যা ২১। পৃষ্ঠা: ৮৯- ৯১ [নমুনা]
- পর্যায়