আজি ঘুম নহে, নিশি জাগরণ। (aji ghum nohe, nishi jagoron)
আজি ঘুম নহে, নিশি জাগরণ।
চাঁদেরে ঘিরি' নাচে ধীরি ধীরি তারা অগণন॥
প্রখর-দাহন দিবস-আলো,
নলিনী-দলে ঘুম তখনি ভালো।
চাঁদ চন্দন চোখে বুলালো
খোলো গো নিঁদ-মহল-আবরণ॥
ঘুরে ঘুরে গ্রহ, তারা, বিশ্ব, আনন্দে
নাচিছে নাচুনি ঘর্ণির ছন্দে।
লুকোচুরি-নাচ মেঘ তারা মাঝে
নাচিছে ধরণী আলোছায়া-সাজে,
ঝিল্লির ঘুমুর ঝুমুঝুমু বাজে
খুলি' খুলি' পড়ে ফুল-আভরণ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর (১৬ই পৌষ ১৩৩৬), নাট্যকার মন্মথ রায় রচিত 'মহুয়া' নাটক মঞ্চস্থ হয়। নাটকটিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, মন্মথ রায় নাটকটি ৪-১৯ ডিসেম্বরের মধ্যে রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল- ৩০ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৮৭৬ সংখ্যক গান।
- মহুয়া। নাট্যকার: মন্মথ রায়। তৃতীয় অঙ্ক। বেদেনীদের গান। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তারিখে কলকাতার মনোমোহন থিয়েটারে'। মহুয়া' নাটকটি মঞ্চস্থ হয়েছিল।
- নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। খেয়াল। ৭। দরবারী কানাড়া-কাওয়ালী। পৃষ্ঠা ১৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ১০৫। খেয়াল । দরবারী কানাড়া-কাওয়ালী। পৃষ্ঠা: ২৪৬]
- মহুয়া: মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী চতুর্থ খণ্ড (মনমথন প্রকাশন। ২২১ সি, বিবেকানন্দ রোড। কলিকাতা -৭০০০০৬। ১৯৫৮]। তৃতীয় অঙ্ক। বেদেনীদের নৃত্যগীত। পৃষ্ঠা: ২১৪-২১৫।
- মহুয়ার গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। অষ্টম খণ্ড। বাংলা একাডেমি ঢাকা। দ্বিতীয় মুদ্রণ: ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি ২০১৮। গান সংখ্যা ৮। বেদেনিদের গান। দরবারি-কানাড়া-কাওয়ালি। পৃষ্ঠা: ২৯১-২৯২।
- বেতার: 'মহুয়া'। মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০। ২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ বর্ষ, ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ বর্ষ, ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- রেকর্ড:
- ভিয়েলোফোন। এপ্রিল ১৯৩১ (চৈত্র ১৩৩৭- বৈশাখ ১৩৩৮ বঙ্গাব্দ) টি ৬০১৩। রাগ: দরবারি কানাড়া, কাওয়ালি। শিল্পী: উমাপদ ভট্টাচার্য। সুরকার: নজরুল ইসলাম।
- জুড়ি গান: বউ কথা কও বউ কথা কও
- ভিয়েলোফোন। এপ্রিল ১৯৩১ (চৈত্র ১৩৩৭- বৈশাখ ১৩৩৮ বঙ্গাব্দ) টি ৬০১৩। রাগ: দরবারি কানাড়া, কাওয়ালি। শিল্পী: উমাপদ ভট্টাচার্য। সুরকার: নজরুল ইসলাম।