শূন্য বুকে ফিরে আয় (shunno buke fire ay)

শূন্য বুকে ফিরে আয় ফিরে আয় (উমা)
তোরে হারায়ে মাগো ফুরায়েছে সব সুখ বায়ু বিনা যেমন আয়ু ফুরায়॥
ক্ষীর নবনীর থালা কাছে রাখি
কাঁদি আর তোর নাম ধরে ডাকি।
তোরে যে মাগো খুঁজে ফিরে আঁখি প্রতিরূপ প্রতিমায়॥
চাঁদের মুখে তোর মুখ খুঁজি
উমা বলে ডাকি, মা বলে পূজি
তুই নাকি হয়েছিস্‌ জগৎ জননী জগৎ ছাড়া কি মা আমি শুধু হায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২ খ্রিষ্টাব্দ) হরপার্বতী, শচীন সেনগুপ্তের রচিত নাটকের গ্রন্থের প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গ্রন্থটির প্রকাশকাল ১৩৩৯ বঙ্গাব্দ উল্লেখ থাকলেও মাসের নাম উল্লেখ নেই। আবার পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরির তালিকায় গ্রন্থভুক্তির সময় উল্লেখ আছে ১৯৩২ খ্রিষ্টাব্দ।  এই বিচারে প্রকাশকালের সময় ধরা যেতে পারে- বৈশাখ- চৈত্র ১৩৩৯ (এপ্রিল- ডিসেম্বর১৯৩২)। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০১৮। পৃষ্ঠা: ৯২৪]
    • হরপার্বতী। শচীন সেনগুপ্তের রচিত নাটক [গুরুদাস চট্টোপাধ্যায়। এন্ড সন্স। ১৩৩৯ বঙ্গাব্দ। চতুর্থ অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। মায়ার-এর গান। পৃষ্ঠা: ৯৭।
       
  •  মঞ্চনাটক: হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)। মঞ্চস্থ (প্রথম): মিনার্ভা থিয়েটার কলকাতা। ২৪ আগষ্ট ১৯৪০ (শনিবার ৮ ভাদ্র ১৩৪৭)।
     
  • বেতার: হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)। কলকাতা বেতারকেন্দ্র। শুক্রবার, ৮ নভেম্বর ১৯৪১। ২২ কার্তিক ১৩৪৭। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪০-৮.৩৯।
    • সূত্র: বেতার জগৎ। বেতার জগৎ-এর ১১ বর্ষ ২১  সংখ্যা। পৃষ্ঠা: ১১২৩ ও ১১৬০

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।