শ্যামা তুই বেদেনীর মেয়ে (shyama tui bedenir meye)
শ্যামা তুই বেদেনীর মেয়ে তাই মাঠে ঘাটে বেড়াস্ ধেয়ে’।
তুই কোন্ দুখে এই ভেক নিলি মা থাকতে নিখিল ছেলেমেয়ে॥
হেম কপালে তোর আগুন জ্বালি’
গৌরী মেয়ে সাজলি কালি,
তুই অন্নপূর্ণা নাম ভুলিলি ভূতনাথের সঙ্গ পেয়ে॥
ডুগডুগি ঐ বাজায় মহেশ ক্ষ্যাপা বেটা গাঁজা খেযে,
তাই দেখে তুই চণ্ডী সেজে ক্ষেপে গেলি হাবা মেয়ে।
রাজার মেয়ের একি খেয়াল
মেরে’ বেড়াল অসুর-শেয়াল।
তুই দনব ধরে বাঁদর নাচাস্ কাজ নাই তোর খেয়ে দেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি।
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। সিন্ধুকাফি-যৎ। পৃষ্ঠা: ৭০]
- নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। বনগীতি। ৪৮ সংখ্যক গান। সিন্ধুকাফি-যৎ। পৃষ্ঠা ২০৬-২০৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০২৬। রাগ: সিন্ধু-কাফি, তাল-যৎ। পৃষ্ঠা: ৯২৬]
- বনগীতি।