শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি (shyamer shathe chol shokhi kheli shobe hori)

শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি।
রঙ নে, রঙ দে, মদির আনন্দে, আয় লো বৃন্দাবনী গোরী॥
আয় চপল যৌবন-মদে মাতি অল্প-বয়সী কিশোরী॥
রঙ্গিলা গালে তাম্বুল-রাঙা ঠোঁটে হিঙ্গুল রঙ লহ ভরি;
ভুরু-ভঙ্গিমা সাথে রঙ্গিম হাসি পড়ুক মুহু মুহু ঝরি'॥
আগুন-রাঙা ফুলে ফাগুন লাগে লাল,
কৃষ্ণচূড়ার পাশে অশোক গালে-গাল।
আকুল করে ডাকি' বকুল বনের পাখি,
যমুনার জল লাল হ'ল আজ আবির, ফাগের রঙে ভরি॥

১. শ্যাম অঙ্গ আজি রঙে রঙে রাঙা হয়ে কি শোভা ধরেছে মরি! মরি!!

  • গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩৭। পিলু-হোরি। পৃষ্ঠা: ২৪৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: পিলু । গান সংখ্যা ৩০৩১। পৃষ্ঠা: ৯২৭]
  • রেকর্ড:

    • এইচএমভি [মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)]। এন ৭০৮৬। শিল্পী: মানিকমালা
    • কলম্বিয়া [মার্চ ১৯৪৯ (ফাল্গুন-চৈত্র ১৩৫৫)]। জিই ৭৪৬২। শিল্পী: কলম্বিয়া হোলি সঙ্ঘ (রাধারাণী, গৌরীকেদার ভট্টাচার্য ও পূরবী দেবী)।  [(শ্রবণ নমুনা)]
  • অন্যান্য শিল্পী: ড.পরিতোষ মণ্ডল (শ্রবণ নমুনা)
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।