আজি দোল্-পূর্ণিমাতে দুল্‌বি তোরা আয় (aji dol-purnimate dulbi tora ay)

আজি দোল্-পূর্ণিমাতে দুল্‌বি তোরা আয়।
দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়॥
       দোলে আজ্ দোল্-ফাগুনে
       ফুল-বাণ আঁখির তূণে,
দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়॥
দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা
দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা!
       মাধবীর দোলন্-লতায়
       দোয়েলা দোল্ খেয়ে যায়,
দুলে যায় হল্‌দে পাখি সোঁদাল-শাখায়॥
বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে
ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্‌ল দু’লে।
       দুলে বসন্ত-রানী
       কুসুমিতা বনানী
পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়॥
দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী,
দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি।
       নীলিমার কোলে বসি’
       দুলে কলঙ্কী-শশী,
দোলে ফুল-উর্বশী ফুল-দোলনায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কালিকলম পত্রিকার 'চৈত্র ১৩৩৪' সংখ্যায়।  এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ১০ মাস।
     
  • পত্রিকা: কালি কলম। চৈত্র ১৩৩৪ (মার্চ-এপ্রিল ১৯২৮)। শিরোনাম: দোল পূর্ণিমা
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ (নভেম্বর ১৯২৮)। গান ২৬। কালাংড়া-বসন্ত-হিন্দোল-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৬। কালাংড়া-বসন্ত-হিন্দোল-দাদরা। পৃষ্ঠা: ১৭২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৪৩ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।