সাধ জাগে মনে পর-জীবনে (sadh jage mone poro jibone)

                       সাধ জাগে মনে পর-জীবনে
            (আমি) তব কপোলে যেন তিল হই।
                     ভালবাসিয়া মোরে দিল্‌ দিবে তুমি
            (যেন) আমি তোমার মত বে-দিল্‌ হই॥
                     মোর দেওয়া যে হার নিলে না অকরুণা
            (যেন) হয়ে সে হার তব বক্ষে রই॥
                     যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে
                     মরিয়া আসি যেন তাহারি রূপ ধ'রে
            (তুমি) হার মানিবে আমি হ'ব জয়ী॥
                     হৃদি নিঙাড়ি মম আল্‌তা হব পায়ে
                     অধরে হব হাসি রূপ-লাবনি গায়ে
                     আমার যাহা কিছু তোমাতে হবে হারা
                    (প্রিয়) তুমি জানিবে না আমা বৈ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। তিলং-কার্ফা। পৃষ্ঠা: ৩৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ২৮।  তিলং-কার্ফা। পৃষ্ঠা ২৪১]
      • নজরুল গীতি, অখণ্ড
        • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
        • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
        • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। কাব্য-গীতি। ৭৪৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১৯৩]
        • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ৭৩৭ সংখ্যাক গান। পৃষ্ঠা: ১৩৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৭। পৃষ্ঠা ৯]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ২য় গান। পৃষ্ঠা ২৬-২৯]
       
  • রেকর্ড: টুইন। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)। এফটি ৩৩৯৯। শিল্পী: আব্বাসউদ্দীন।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫।  [ নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।