সুনয়না চোখে কথা ক’য়ে যায় (sunoyona chokhe kotha koye jay)
সুনয়না চোখে কথা ক’য়ে যায়
বনের রানী, দুটি ফুলে শুনি
নয়ন ফাঁকে প্রাণ লুকিয়ে চায়॥
দেহ দেউলে, দুটি দীপ দুলে
হেরি সারা অন্তর তায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯), নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
- নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। ২৩ সেপ্টেম্বর ১৯৩২ (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯)।
- এইচএমভি [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। নম্বর: এন ৭১৭৫। শিল্পী: মিস্ মান্দা]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৯৯। তাল: আদ্ধা। পৃষ্ঠা: ৩০৫]